আগুনের ছোঁয়া - পর্ব 9

  • 222
  • 57

তুই কি সত্যিই ফিরে এসেছিস?রুদ্র সেই রাতে ঘুমাতে পারেনি।ইশা পাশেই ছিল, ওর চুলে হাত বুলিয়ে ঘুমিয়ে পড়েছিল — কিন্তু রুদ্রের চোখ ছিল ছাদে।এক অদ্ভুত নিঃশব্দ আগুনের মধ্যে সে পুড়ে যাচ্ছিল।তুই ওর সঙ্গে দেখা করেছিলি…তোর চোখে কি আবারও সায়ন ফিরে এলো?– “তুই ভালোবাসিস তো আমাকে?”রুদ্র হঠাৎ প্রশ্নটা করে বসে।ইশা আধো ঘুমের ঘোরে ছিল, একটু চমকে উঠে তাকাল।– “রাত তিনটের সময় এসব প্রশ্ন আসে কেন তোদের?”– “কারণ আমি এখন একা বোধ করছি… তোকে পাশে পেয়েও।”ইশা ধীরে উঠে বসল।চোখ দুটো ঘুমে ঝাপসা, কিন্তু মনের মধ্যে তখন কিছুটা অপরাধবোধ।– “আমি যদি বলি… আমি সত্যিই তোকে ভালোবাসি, তবে তুই বিশ্বাস করবি?”– “বিশ্বাস করব, যদি তুই