শেষ চিঠি – প্রেম, প্রতীক্ষা আর একফোঁটা অশ্রু

(32)
  • 1.8k
  • 492

গল্পের নাম: "শেষ চিঠি"(এক গোপন প্রেম, এক নিষিদ্ধ সম্পর্ক, আর শেষ পর্যন্ত ভাঙা স্বপ্ন...) চরিত্র পরিচিতি:সায়েম: মেধাবী ছাত্র, কিন্তু পরিবারে চরম দারিদ্র্য।নেহা: ধনীর মেয়ে, কলেজের স্টার, আত্মবিশ্বাসী।সানজিদা: সায়েমের বাল্যবন্ধু, মনে মনে তাকে ভালোবাসে। পর্ব ১: কলেজে প্রথম দেখাসায়েমের চোখে প্রথম পড়ে নেহাকে — ঝকঝকে ইউনিফর্ম, হাতে একগুচ্ছ বই, আর মুখে চিরচেনা আত্মবিশ্বাস। সে জানতো না, এই মেয়েটা একদিন তার জীবনটা উল্টে দেবে।সায়েম দারিদ্র্যের মধ্যে বড় হলেও তার চোখে ছিল স্বপ্ন। নেহা ছিল সেই স্বপ্নের মতোই ঝলমলে। পর্ব ২: ধীরে ধীরে প্রেমপ্রথমে দুজনের মধ্যে শুধু একাডেমিক কথাবার্তা। এরপর টিউশনের অজুহাতে সময় কাটানো। তারপর শুরু হয় গোপন প্রেম।কেউ জানে না, কিন্তু কলেজের