THE TALE OF LOVE - 10

  • 1.9k
  • 735

Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-10ঘড়ির কাঁটা নয়টা ছুঁই ছুঁই কিন্তু বেলা এখনও ঘুমিয়ে আছে। কালকে রাতে কান্নাকাটি করার কারণে একটু দুর্বল হয়ে পড়েছে যার জন্য সকালে উঠতে পারে নি। রিকও আর সকালে ডাক দেয় নি একাই চলে গিয়েছে ভার্সিটিতে।ঠিক সেই মুহূর্তে এলার্ম বেজে উঠলো ঘুমুঘুমু চোখে বেলা এলার্ম ক্লক বন্ধ করে তারপর কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিয়ে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকাতেই দেখে ৯:১৩ তৎক্ষণাৎ তার ঘুম ছুটে যায় সে তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নামে। নিচে নেমে ডাইনিং টেবিলের সামনে এসে দেখে একটা প্লেটে খাবার ঢাকা দেওয়া ও তার সাথে একটা চিরকুট। চিরকুটটা সে খুলে এবং