THE TALE OF LOVE - 9

  • 1.3k
  • 495

Catagory-(Romantic+Thriller️+ Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-9ভার্সিটির ক্যাম্পাসে সবাই মিলে বসে আছে কারোই মন ভালো নেই কারণ গত কয়েকদিন ধরে রিক ভার্সিটিতে আসছে না রিক হচ্ছে তাদের প্রাণ।"রিক কেন আসছে না বল তো শ্রেয়া? ভালো লাগে না রিককে ছাড়া কিছুই সবকিছু হয়েছে এই ঐশ্বর্যের জন্য" বলেই ফুঁসতে থাকে ইরা।"দেখ ইরা তুই সবকিছু জানার পরেও এমন করেছিস কেন?তোদের তো আমি সবকিছুই খুলে বলেছিলাম আমি কি সেদিন ইচ্ছে করে গিয়েছিলাম নাকি? রিককে নোটস দেওয়ার জন্যই গিয়েছিলাম এরকম তো কতই যাই ওর বাসায় আর তাছাড়া রিকেরই বা এত রিয়্যাক্ট করার কি আছে কই ওতো কতো মেয়ের সঙ্গে flatt করে তখন কোনো প্রবলেম হয় না তোদের?"এবার কি