THE TALE OF LOVE - 6

  • 1.5k
  • 564

Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-6প্রিন্সিপালের রুম থেকে মলিন মুখে বেলা বেরিয়ে আসতেই রিকার্ডো জিজ্ঞেস করে ,"কি হয়েছে?""মনে হয় টিকব না আমি তো আর আপনার মতো ওতো মেধাবী না""নো টেনসন জাস্ট চিল এন্ড রিলাক্স আমি না হয় প্রিন্সিপালের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো আর ওনাকে রিকোয়েষ্ট করবো যাতে তোমাকে ভর্তি করে নেন।""না আপনাকে আর কষ্ট করে কিছু করতে হবে না এমনিতেই আপনি আমার জন্য অনেক করেছেন তার জন্য ধন্যবাদ।""শোনো মেয়ে আমি আগেই বলেছি যে আমি এইসব কিছু তোমার কথা ভেবে করছি না বরং আমার লাভের জন্য করছি।""আমাকে পড়াশোনা করালে আপনার কি লাভ?""আমি আগে জানতাম তুমি একটা তার ছিড়া পাগল এখন এটাও নিশ্চিত হয়ে গেলাম