রবীন্দ্রনাথ ঠাকুর—শুধু একটি নাম নয়, একটি অনুভব, একটি যুগ, একটি পথ, যার ছায়ায় বাঙালির মনন, সাহিত্য ও সংস্কৃতি আজও আশ্রয় খোঁজে। বাংলা সাহিত্যের এই মহীরুহ শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি—তাঁর বিস্তার নাটক, গান, চিত্রকলা, দর্শন, শিক্ষা এবং মানবিক আদর্শে। তিনি ছিলেন বাংলার আত্মার কণ্ঠস্বর, যিনি ভাষাকে দিয়েছিলেন মুক্তির পরশ, চিন্তাকে দিয়েছিলেন দিগন্তের ডানারেখা।১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জন্ম। ঠাকুর পরিবার তখন ছিল বাংলার নবজাগরণের কেন্দ্রবিন্দু। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ধর্মের এক অন্যতম পুরোধা, এবং সেই বৌদ্ধিক পরিবেশেই রবীন্দ্রনাথের বেড়ে ওঠা। শিশুকাল থেকেই তিনি ছিলেন ভাবুক, আত্মস্থ ও গভীর অনুভবসম্পন্ন। মাত্র আট বছর বয়সেই কবিতা লেখা শুরু