THE TALE OF LOVE - 4

  • 2.1k
  • 828

Catagory-(Romantic+Thriller️ Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-4ঐশ্বর্যকে দেখে বেলা একটু ঘাবড়ে যায় কিন্তু রিক ততক্ষণে এসে পড়ে। ঐশ্বর্য বলে, "আমি এতদিন জানতাম তুই একটা শেমলেস ম্যান তুই ফ্ল্যাটিংবাজ কিন্তু ব্রো তুই মেয়েবাজ কবে থেকে হলি?দিনেদুপুরে একটা মেয়েকে নিয়ে ছিঃ ব্রো ছিঃ এই ছিল তোর মনে?" নাটকীয় ভঙ্গিমায় বলে যদিও সবাই জানে যে যত যাই হোক না কেন রিক কোনো মেয়ের সাথে খারাপ কিছু করবে না তবুও মূলত তাকে ক্ষেপাতে কথাটা বলেছে ঐশ্বর্য এদিকে ইরা ছলছল নয়নে তাকিয়ে আছে রিকের দিকে। ইরার তাকানো দেখে রিক অগ্নি চোখে ঐশ্বর্যের দিকে তাকায়।"ও হো ইরা বেবি হোয়াই আর ইউ ক্রায়িং সুইটহার্ট ।ট্রাস্ট মি আমি কিছুই করি