মৌমিতাদি

  • 753
  • 234

– মৌমিতাদি, একটু তাড়াতাড়ি হাঁট না প্লিজ। এরপর লাস্ট মেট্রো কিন্তু পাবেনা এস্প্ল্যানেড থেকে।কর্পোরেশনের সামনে অটো থেকে নেমে তাড়াহুড়ো করে হাঁটছিলাম । একটা কাজে দেরি হয়ে গেল অনেকটা। ছিপছিপে বৃষ্টি হয়ে চলেছে। গন্তব্য হাওড়া, চাইলে বাসেও যাওয়া যায়। কিন্তু মৌমিতাদি ভীড় বাসে উঠতে চাইছেনা, আমিও না, বিশেষত মেট্রো পেয়ে গেলে মাত্র পাঁচ-ছয় মিনিটে হাওড়া নামিয়ে দেবে।মৌমিতাদি আমার গতিতে হাঁটতে পারবেনা। একে শাড়ি পরেছে, তার ওপর রাস্তা ভিজে ভিজে আছে। দোকানের আলো পিচরাস্তা আর ফুটপাথের ওপর দিয়ে পিছলে যাচ্ছে। আমরা হাঁকপাঁক করে হাঁটছিলাম, মৌমিতাদি ছাতা বন্ধ করে দিল গতি বাড়ানোর জন্য। দেখাদেখি আমিও।– দ্যাখো ঋক, এই যে আমাকে দৌড় করাচ্ছ, তাতে