কালির কলঙ্ক কলঙ্কটা সেদিনই লেগেছিল যেদিন আমি গরিব ঘরে জন্মগ্রহণ করি না পেলাম বাবা আর ভালোবাসা মায়ের শ্রদ্ধা মায়ের আদর না পেলাম নিজের মতো করে বাঁচতে পাড়ার লোকেরা বলতো চোখে চোখ রাখবি না তোদের কথা বলার অধিকার নেই যারা অন্যায় করে বা যারা অন্যায় করতে দেখে তাদের সমান অধিকার আছে যে তারা শাস্তি পাক শাস্তি তো শুধু আমরাই পাব না পাবে অন্য কেউ দেখেছি তো। ওই দিনও সেই পাড়ার মস্তানগুলো এসে দাঙ্গা করছে গলিতে গলিতে দেখেছি তো সেই মস্তানের সাথে আরো কিছু মস্তান ছিল যারা বলেছে কিছু বলবি না যেটা হচ্ছে সেটা দেখে যা। যদি কেউ বলতে যেত উপরমহলের লোক