পল্লবিত জনরব

  • 1.5k
  • 582

  অনেকদিন আগের কথা, তখন এই বঙ্গভূমি ছোট বড় নানা রাজ্যে বিভক্ত ছিল। এমনই এক রাজ্যের নাম ছিল আজবনগর আর লঘুকর্ণ নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন । রাজার পারিষদবর্গের মধ্যে প্রধান আমাত্যের নাম ছিল রাসভেন্দ্র, সভাপণ্ডিতের নাম ছিল অকৃতবিদ্য, রাজজ্যোতিষীর নাম ছিলো গ্রহাক্রান্ত চক্রবর্তী আর কোতোয়ালের নাম ছিলো বজ্রকান্ত সিংহ। সেই রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে বিলোচন চক্রবর্তী নামে একজন ব্যক্তি সপরিবারে বসবাস করতেন । ঐ গ্রামে বিলোচনবাবু ছিলেন সবচেয়ে সম্পন্ন এবং বয়সে প্রবীণ ব্যক্তি। গ্রামের সকল ব্যক্তিই বিলোচনবাবুকে বিশেষ সম্মানের চোখে দেখতেন। ঐ গ্রামে বসবাসকারী কয়েকজন প্রবীণ ব্যক্তি প্রতিদিন বিকালে বিলোচনবাবুর বৈঠকখানায় একত্রিত হয়ে দাবা খেলতেন । তারপর সান্ধ্যকালীন