রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনী সিরিজ - 2

  • 6.9k
  • 2.5k

হোস্টেলে হত্যা - ২ মন্দিরা প্রথম দিনেই মুম্বাইয়ের অনেকটা পথ একটা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরে নিয়েছে, যাওয়া আসার পথে দেখেছে মুম্বাইয়ের কিছু দ্রষ্টব্য। গিয়েছিলো আন্ধেরি আর জুহু বিচ এও যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির যাবতীয় গ্লামাররা বসবাস করেন বিশাল এক একটা ফ্লাট নিয়ে। রাতে মালাবার হিলস থেকে নেমে চৌপট্টিতে গিয়ে চানা বাটোরা খেয়েছে তারিয়ে তারিয়ে। দ্বিতীয়দিনটা সুমিততে পেপার পড়তে হবে বলে তাদের ভ্রমণসূচি ফাঁকা। সন্ধেয় কি করবে এখনো ভাবেনি। আগামীকাল যাবে এলিফ্যান্ট কেভস দেখতে। আপাতত সুমিত খুব মনোযোগ দিয়ে তার পেপারটায় চোখ বুলোচ্ছে, এখানে ওখানে কাটাকুটি করছে, ভুরুতে ভাঁজ ফেলে তন্ময় হয়ে আছে নিজের বক্তব্য যথাযথ হলো কি না ভেবে। একটু আগেই