প্রেমবদনকালো

  • 50.2k
  • 1
  • 40.3k

‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ঘন্টা বাজল ঢং ঢং ঢং। ক্লাস চালু হয়ে গেছে। দূর থেকে ভেসে এলো অটোর টরটর আওয়াজ। জোরালো হচ্ছে জোরালো হচ্ছে, ব্যাস থামল একেবারে গেট গোড়ায়। গেটের সামনে একটা কুকুর ব্রেকফাস্ট ঘুম দিচ্ছিল, অটোর আওয়াজে বেচারার কাঁচা ঘুমটা ভেঙে গেল। অটোর মধ্যে থেকে একটা জীব বেরিয়ে এল।চিরকুট চানা ওয়ালার গালটা হা হয়ে গেল। একটা মাছি তার গালে ঢুকতে যাচ্ছিল কিন্তু না, যা মুখের বিচ্ছিরি গন্ধ বেচারা নিরাশ হয়ে পগার পার। ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ জীবটাকে দেখে কুকুরটা অনেকটাই চমকে গেল। সেকি স্বপ্নে দেখছে, না সত্যি। কী করে বুঝবে? কী করে বুঝবে?