অলীক সঙ্গী 

  • 4k
  • 1.4k

সারাদিন চাকরির জন্য ঘুরতে ঘুরতে চরম ব্যর্থ হয়ে সুজয় একটা পার্কে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিল। দীর্ঘ কয়েক মাস ধরে সে চাকরির জন্য এক অফিস থেকে আর এক অফিস ঘুরতে ঘুরেতে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু এখনও পর্যন্ত সে একটাও চাকরি জোগাড় করতে পারল না। সে তার মনে ব্যর্থতার দারুন যন্ত্রণা অনুভব করল। যখনই সে কোন দুঃখ পেত সে তার বাবা মাকে সব কিছুই বলতো কিন্তু এখন সেই অবস্থা আর নেই। গত এক বছর ধরে সে তার বাবা-মার সাথে সেই ভাবে কোন কথাই আলোচনা করতে পারেনা। তাদের জীবন যাত্রার মান পুরোটাই পাল্টে যায় Covid এর পর।সুজয়ের বাবা একটা নামী কোম্পানিতে চাকরি