Love With Mafia King - 3

  • 6.4k
  • 3.1k

মালিনী বেলা ১১ টায় ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে স্নান সেরে বাইরে বার হয়েছে ঘোরাফেরা করার জন্য ও দেখলে ও রাস্তার মধ্যে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। মালিনী ওই," বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে লেগে গেল ওর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে খুবই ভালো লাগে। খেলাধুলা করতে করতে কখন একটা বেজে গেছে ওর খেয়ালই নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে খাওয়া-দাওয়া সেরে ফের বাইরে ঘুরতে বার হয়ে গেল। মালিনী ওর বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়ল, ওর খেলাধুলা করতে খুবই ভালো লাগে ও এখন সাইকেল রেস করছে ওর ছোট ছোট বন্ধুদের সঙ্গে। বায়ু এখন নিজের চিন্তা ভাবনায় ছিল হঠাৎ করে ওর রুমের মধ্যে একটা গার্ড এল