Devil's Passionate Love - 2

  • 5.6k
  • 1
  • 2.3k

আরোহী শুনল , ওর বাবা বলল সৎ মাকে,"জান তুমি সত্যিই পারো বটে কিভাবে অ্যাক্সিডেন্টটা করালে আর ওর সব প্রপার্টি আমার নামে হয়ে গেল, শালা আমার বুড়ো বাপ কি দেখে যে ওই আন এডুকেটেডফুলটার সঙ্গে আমার বিয়ে দিয়েছে আফটার অল আমার সব ওই প্রপার্টি ওই আন এডুকেটেডফুলের নামে করে দিয়েছে। এটা শুনে আরোহীর পায়ের তলা থেকে মাটি সরে গেল আর ওই ভাবতেও পারছি না ওর বাবা এরকম করবে। কিন্তু তারপরের যেই কথাটা বলল ওর বাবা সেটা শুনে তো ওর অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ওর বাবা ওর সৎ মাকে বলল,"হিনা আমার নিজের মেয়ে আর ওই আন এডুকেটেড ফুলের মেখে আমার সহ্য হয়