বিষাক্ত প্রেমিকের বিষাক্ত প্রেম - 1

  • 11.7k
  • 5.5k

মাহি খুবই নিষ্পাপ মেয়ে ছিলো কিন্তু একদিন হঠাৎ ওর জীবনে আসে নিখিল যে ওর জীবন বদলে দেয়।নিখিল যার নাম শুনে পুরো এশিয়া কাপে। নিখিল খুবই ডেঞ্জারাস মাফিয়া ছিলো এক পক্ষে বলা যায় তো নিখিল কাউকে মারার আগে একবারও ভাবেনা। ও মানুষদেরকে অপছন্দ করে। ও নিজেরই একটা আন্ডারওয়ার্ল্ড ছিল যে খানকার ও রাজা ছিলো। সবাই ওর সামনেও আসতে ভয় পায়। আজ অব্দি ওকে কেউ দেখেনি কিন্তু ওর নামই যথেষ্ট ছিলো সবাইকে ভয় দেখানোর জন্য। আর মেয়েদের থেকে তো ওর আলাদাই শত্রুতা ছিল ।ও কোনো মেয়েকে পছন্দ করেনা আজ অব্দি যে মেয়ে ওকে .