The Well Of Death

  • 13.1k
  • 1
  • 4.9k

বেশ গাছমছমে অন্ধকার আগেই শংকরকে বলেছিলাম এ জায়গাটা মোটেই ভালো নয়। দূরে ঝাউবনের অন্ধকার থেকে যেন একটা চাপা নিশ্বাসের গর্জন ভেসে আসছে। আরও দূরের ডক থেকে জাহাজের সাইরেনের আওয়াজও যেন অদ্ভুতুরে লাগছে। কেমন থমথমে চারপাশটা। কেন জানিনা বেশ ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে যেন এই অন্ধকার সমুদ্রের ঢেউ চিরে এক্ষুনি বেরিয়ে আসবে কোন বিকট মন্সটার। কাল রাতের ঘটনার পরেও শংকরের কোন ভয়ডর নেই। দেবনাথ আর শংকরের জেদেই তিনজনে বসে পড়লাম পাশাপাশি। শঙ্করের মোবাইলের ছোট স্ক্রিনে আমরা কিছু mp4গান শুনছিলাম। একেবারে ঝুঁকে পড়ে এতটাই বিভোর হয়ে গেছি যে আশপাশে কি ঘটছে কোনকিছুতেই হুঁশ নেই আর । শুধু সমুদ্রের গর্জন কানে