আত্মা - 4

  • 14.1k
  • 4.9k

ফজরের আজানের প্রায় এক ঘন্টা আগে ইমাম সাহেবের প্রস্রাবে চাপ দিয়েছে, তিনি অসুস্থ শরীর নিয়ে প্রস্রাব সেরে পুকুরে অযু করে উঠতে যাবেন তখন মনে হল পড়ে যাচ্ছেন, চোখে কিছুই দেখতে পারছেন না। মাথা কেমন জানি ঘুরছে, অজ্ঞান হয়ে পানিতে পড়ে যাবেনএমন সময় কেউ একজন ধরে ফেলল, ইমাম সাহেব আবছা আবছা দেখছেন মানুষটাকে। উনাকে পুকুরের সিড়িতে বসিয়ে মাথায় একটু জল দিয়ে বলল,' এখন ঠিক আছেন ?'ইমাম সাহেব বিড়বিড় করে বললেন, 'কে! কেআপনি, এ গায়ে তো কোনোদিন আপনাকে দেখলাম না।' লোকটা মুচকি হেসে বলল, 'বিশ বছর যাবত আপনারপিছনেই নামাজ পড়ি ইমাম সাহেব, আমি জিন্নেমুমিন।......................ইমাম সাহেব খুব বেশি অবাক হলেন না। জিন্নে মুমিন