তারানাথ Remastered

  • 4.6k
  • 1.7k

সেদিন স্বপ্নে দালালির চাকরী করছিলাম। কাজটা খুবি অদ্ভুত। আর পোস্টার করতে পারছি না দেখে অডিও স্টোরি কমিউনিটি থেকে আমাকে পি আর টিমে রেখেছে। ওয়ার্কিং আওয়ার বলে কিছু নেই। যখন ডাকবে যেতে হবে। আমার কাজ কিছুটা টিন্ডারের মত।হয়তো একদিন ব্যোমকেশের বৈঠক খানায় হাত কচলে বললাম “আজ্ঞে আপনাকে একটিবার আমেরিকা যেতে হচ্ছে। ওপেন হাইমারের সাথে একটা ক্রসওভার আছে। করে দিতেই হবে দাদা।“প্রথম বলায় কেউই রাজি হন না। কয়েকবার গাঁটের কড়ি খরচ করে কচুরি নিয়ে যেতে হয়। সত্য বৌদির রিল বানাবার জন্য রিঙ লাইট, খোকার দুষ্টু চ্যানেলের সাবস্ক্রিপশান। তবে গিয়ে ওয়ান ফাইন মর্নিং ব্যোমকেশ বলবেন, “আমি যাব তাহলে। কিন্তু কোন চেহারায় যেতে হবে?