রুম নম্বর 333

  • 30.9k
  • 1
  • 11.4k

শ্যামল ও তার বন্ধুরা গরমের ছুটিতে মোহনপুরের এক ভূত বাংলোতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলো। সবার মনে আনন্দ থাকলেও সংকরের মনে কিন্তু একটু একটু ভয়ের স্পষ্টতা দেখা দিচ্ছে। সংকর বলল অন্য কোনো জায়গায় গেলে হয়না? শ্যামল বলল না এবার আমরা মোহনপুরের ভুত বাংলোতে যাবো। আমরাও তো দেখি কেমন ভুত আছে ভূত বাংলোতে! তারপর তারা সবাই মিলে অট্টহাসিতে মেতে উঠলো। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়লো মোহনপুরের ভূতবাংলোর উদ্দেশ্যে। সারাদিন জার্নি করার পর তারা সন্ধে 6 তার সময় তাদের ঠিক করা ভূতবাংলতে পৌছালো। পৌঁছানোর পর তারা অনেক খোঁজাখুঁজির পর দেখলো যে বাংলো তো পুরোপুরি সুনসান। তাদের মধ্যে একজন বলে উঠলো বাংলোটা দেখে