অলৌকিক - প্রথম 5

  • 4.4k
  • 2k

ঠক ঠক --- ঠক --- ঠক ঠক ঠক"এখন এই রাত্রে কে এলো?" ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালো সত্য,সাড়ে 12টা ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। দরজা খুলতেই দেখে এক অপরিচিত যুবতী। পরনে হোয়াইট শর্ট কুর্তি আর ব্লু জিন্স। মুখটা খুব খুব চেনা চেনা লাগছে সত্যর কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে এর আগে।"আপনি ডিটেকটিভ সত্যজিৎ বিশ্বাস?""হ্যা আমিই।""আপনার সাথে বিশেষ কথা ছিল। কিছু প্লিজ যদি ভিতরে আসতে দেন।""তুমি মানে...কে আপনি এই রাত্রে একা...মানে?" "সব বলছি। আগে বলুন ভিতরে আসব?""হ্যা আসুন তাহলে।"ভিতরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়লো অচেনা যুবতী,"থ্যাংকস,একটু জল খাওয়াবেন কাইন্ডলি!"সত্য ফ্রিজ থেকে বোতল নিয়ে এসে বসলো মুখোমুখি।ঢক ঢক করে