অলৌকিক - প্রথম 3

  • 3.5k
  • 1.8k

"কিন্তু তাও অতোটাও উগ্র বলে মনে হলোনা মহিলাকে। এখন ওই রাতুলের মা কে, কোথায় বাড়ি সেসব একটু জানাটাও জরুরি আমার,যদি কিছু ক্লু পাই।""জসীমউদ্দীনের বাড়ি যাবে তো আজ?""হ্যা এখনি চলুন। হতেও পারে দুটো মৃত্যুই খুন আর দুটোর মাঝে কোনো লিংক আছে!--------------------------------------------------------"বাড়িতে কেউ আছেন,থানা থেকে আসছি!"জসীমউদ্দীনের বাড়ির সামনে জিপ থেকে নেমে হাঁক পাড়লেন প্রিয়তোষবাবু । "দরজা খোলাই আছে ভেতরে গিয়ে দেখি চলুন।""হ্যা সত্য,তাই চলো।"দরজা খুললেন এক ভদ্রবেশী লোক।"কে আপনারা?... ওউ দারোগাবাবু আপনি।" "হ্যা আর সঙ্গে ও সত্য বিশ্বাস,টুকটাক গোয়েন্দাগিরি করে। কিন্তু আপনি?""আচ্ছা মেজ'দার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ কত্তে এসচেন।আমি ছোট ভাই, শাকিব শাহ। আসেন ভেতরে।"আপনাকেই প্রথমে তাহলে জিজ্ঞাসা করি কিছু। এই মৃত্যুর ব্যাপারে