চোখের বালি - 53

  • 3.2k
  • 966

53 ৫৩ মহেন্দ্র তাহার মাতার ঘরে প্রবেশ করিতে যাইতেছে, তখন আশা তাড়াতড়ি বাহির হইয়া আসিয়া কহিল, " এখন ও-ঘরে যাইয়ো না।" মহেন্দ্র জিজ্ঞাসা করিল, "কেন।" আশা কহিল, "ডাক্তার বলিয়াছেন হঠাৎ মার মনে, সুখের হউক, দুঃখের হউক একটা কোনো আঘাত লাগিলে বিপদ হইতে পারে।" মহেন্দ্র কহিল, "আমি একবার আস্তে আস্তে তাঁহার মাথার শিয়রের কাছে গিয়া দেখিয়া আসি গে-- তিনি টের পাইবেন না।" আশা কহিল, "তিনি অতি অল্প শব্দেই চমকিয়া উঠিতেছেন, তুমি ঘরে ঢুকিলেই তিনি টের পাইবেন।" মহেন্দ্র। তবে, এখন তুমি কী করিতে চাও। আশা। আগে বিহারী-ঠাকুরপো আসিয়া একবার দেখিয়া যান-- তিনি যেরূপ পরামর্শ দিবেন, তাহাই করিব। বলিতে বলিতে বিহারী আসিয়া পড়িল।