ভোর বেলার ভাই।

  • 6.4k
  • 2.1k

আমার মা আমাকে অনেক দিন আগে এই ঘটনাটি বলেছিল। মা তখন একদম ছোট। মা এর বাবারা ছিল ৩ ভাই ২ বোন। তো মা এর বাবা ছিল সব থেকে বড় ভাই। আমার দাদু এবং তার মেজো ভাই খুব মাছ ধরতে ভালো পেত। তো তারা ২ ভাই মিলে একদিন রাত্রে ঠিক করলো যে,পর দিন তারা একদম ভোর ভোর এ বেরিয়ে মানে নে সূর্য ওঠার আগে ই ওর মাছ ধরতে বেরিয়ে পড়বে। তো আমার বড় দাদু মেজো দাদু কে বললো যে যদি সকালে আমার ঘুম জলদি ভাঙ্গে তাহলে আমি তোকে ডাক দিবো, আর যদি তোর ঘুম আগে ভাঙ্গে তাহলে তুই আমাকে ডাক দিবি।