দ্যা হাইওয়ে

  • 38.3k
  • 2
  • 13.9k

  আজ সকাল থেকেই অর্ক পিকনিকে যাবার জেদ ধরেছে । নন্দিনী অর্ককে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্ত অর্ক কিছুতেই রাজি নয় । পাশের ঘরের সোফাতে বসে  সৈকত সকালের নিউজ পেপারটা পড়ছিল । অর্ক যখন বুঝতে পারল মা এর কাছে ওর জেদ পূরণ হবে না তখন অর্ক পাশের ঘরে থাকা ওর বাবা অর্থাৎ সৈকতকে ছুটে গিয়ে জড়িয়ে ধরল । সৈকত অর্ককে জিজ্ঞাসা করল , কি ব্যাপার অর্ক ? অর্ক বলল , আজ আমাকে পিকনিকে নিয়ে যেতে হবে !  সৈকত বলল , না ... অর্ক , আজ একবারেই সম্ভব নয় । আজ আমার অফিসে একটা গুরুত্ব পূর্ণ মিটিং আছে । আজ হবে