দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 5

  • 15.7k
  • 6.6k

রুমাল দিয়ে ঘাম পুঁছতে-পুঁছতে নিতিন বললো , ওই গেস্ট হাউস ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যান | ওই গেস্ট হাউসটা কোনো সাধারণ মানুষের থাকার জন্য একেবারে উপযুক্ত নয় | ওটা একটা শয়তানের ঘর | এর আগে ওই বাড়িতে আপনার মতো যারা থাকতে এসেছিলো তাদের খোঁজ কোনো দিনও কেউ পায়নি | অভিরূপ নিতিনের কথা শুনে একটু হেসে ফেলল | তারপর বললো তুমি এইসব কি বলছ ? শয়তানের ঘর ........ ওই বাড়িতে যারা থাকতে আসে তাদের খোঁজ কোনো দিনও পাওয়া যায় না .... | নিতিন বললো , না স্যার .... বিশ্বাস করুন , এটা কোনো মিথ্যা কথা নয় | পৃথিবীতে