প্রতিশোধ

  • 35.6k
  • 2
  • 11.2k

(এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক | বাস্তবের সাথে এর কোনো মিল নেই | বাস্তবের যদি কোনো মিল থেকে থাকে তাহলে সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় |) প্রতিশোধআজ ফুলপুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত | কারণ আজ মায়াবতীর বিয়ে | মায়াবতী সহজ , সরল , সাদাসিধে , প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে | ছোটবেলায় মায়াবতীর মা-বাবা এক্সিডেন্টে মারা যায় | ছোটবেলা থেকেই সে কাকা-কাকিমার কাছেই মানুষ হয়েছে | মায়াবতীর এই রকম স্বভাবের জন্য গ্রামের সকল লোকজন ওকে খুব ভালোবাসতো | যার ফলস্বরূপ আজ মায়াবতীর বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজস্ব সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে | সন্ধ্যে থেকেই মায়াবতী বউ সেজে বসে আছে |