গোলাপ

  • 8.4k
  • 1.9k

আল্লাহ আমার কবরে গোলাপ দিতে আসেননি। হৃদয়ে চাপা অনুভূতিগুলো জীবন্ত হয়ে ওঠে। 18-5-2022 , আপনার উল্লেখ আমার আত্মা নাড়া দেয়. আপনার উদ্বেগ এমনকি আমার আত্মা নাড়া দেয়. এভাবেই জমনোমানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। তোমার থেকে দূরে থাকার চিন্তা আমার জীবন কেড়ে নেয়। আমি চলে যাওয়ার পর কাল কি হবে? আমি তোমার জন্য প্রতিটি নিঃশ্বাস আটকে রাখব 19-5-2022 , তারপর একই অবিশ্বাসের উপর মৃত্যু। আমি আমার হৃদয় নেব তারা কখনোই অবিশ্বস্ত হতে পারে না। আজ আমি ওয়াফার জন্য দম বন্ধ করব। এক মুহূর্তের জন্যও শান্তি দিতে পারে না আর এখন চেইন ও চুক্তি ভঙ্গ করবে। ভালবাসা আমাকে কান্নার দুঃখ দিয়েছে কেন