নয়ন যে ধন্য - 4

  • 8.5k
  • 2.7k

নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (4) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ প্রার্থনা মানবের ভিড় হোক বা মেলা, আপনজনকে স্বাগত জানাই আমার আবাসে। দ্বারে লেখা রয়েছে- ‘সত্যের সাদর অভ্যর্থনা’ সত্য হতে পারে বিপক্ষে, হতে পারে বিপরীতে। বাগানের সুগন্ধের তুলনায় দুর্গন্ধময় সার অতি মূল্যবান। বিরোধিতার মাঝেও সত্য খুঁজে নেওয়ার সামর্থ্য আমার আছে। গুজবকে পরিহার করে চলার বিবেকও আছে। গুজব দিয়ে জীবন জাপন করা যায়না। দুটো চরমের মাঝে লুকানো সত্যকে সম্পন্ন করার ক্ষমতা আমি রাখি। প্রত্যেকের সত্য ভিন্ন হতে পারে এবং হয়। আমি আমার সত্যের কাছাকাছি থাকতে চাই, সত্য আমার সূর্য। আমার জীবন হয়ে যাক গায়ত্রী মন্ত্র, এই প্রার্থনা করি অবিরত। প্রেম