নয়ন যে ধন্য - 1

  • 13.5k
  • 5.9k

নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (1) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ ভূমিকা প্রতি বছর সেপ্টেম্বের মাসে আমাদের কার্যালয়ে ‘হিন্দি একপক্ষ’ অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১৪ সালে বরিষ্ঠ নিরীক্ষা অফিসারের পদের সাথে হিন্দি অফিসারের কার্যভার আমার কাছেই ছিল। সেপ্টেম্বর মাসে আয়োজিত ‘হিন্দি একপক্ষ’র অধীনে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব প্রফেসর এবং বর্তমানে আমেদাবাদে অবস্থিত গুজরাত বিদ্যাপীঠের ভাষা সংস্কৃতি সংস্থানে অধ্যাপন কাজে ব্যস্ত সুবিখ্যাত মহিলা-কবি ড. অঞ্জনা সন্ধীরকে, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। আমাদের কার্যালয়ে হিন্দি ভাষার প্রচার-প্রসার উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে প্রায়ই ওঁনাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়। এইবারও উনি আমার আমন্ত্রণ স্বীকার করলেন। আমাকে বললেন, ‘মল্লিকা, আজ আমি তোমায় একটি