কোথায় খুঁজি তারে

(17)
  • 141.3k
  • 3
  • 47.1k

আমি ওকে প্রথম দেখেছিলাম একটা ব্যাংকে । না, ওখানে কাজ করতো না । একটা কাজে গিয়েছিলো, ব্যাংকের রিসেপশনে বসে অপেক্ষা করছিলো। আমি গিয়েছিলাম আমার কাজে ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতে। এমনি কিছু সাধারণ কথা হয়েছিলো মেয়েটির সঙ্গে। ওখানেই শেষ৷ পরে বাড়ি ফিরে মনে হলো যে বন্ধুত্ব করতে হবে৷ কিন্তূ ঠিকানা, ফোন নম্বর কিছুই তো জানিনা৷ তাহলে উপায়.........??