কায়া হীন ছায়া - কুঁড়োর আগুন (Mud fire)

  • 21.1k
  • 5.1k

সেদিন সন্ধ্যে থেকেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে। সবাই মিলে বাড়িতে গল্পের আসর বসেছে। যে যার মতো গল্প বলছে। হঠাৎ সবাইকে থামিয়ে দিয়ে, মৌ বলে, আজকের এই রকম ওয়েদারে অন্য কোনো রকম গল্পই ভালো লাগছে না। তাই এখন ভূতের গল্প শুরু করা যাক। কিন্তু কে ভালো ভূতের গল্প জানে? আচ্ছা, জ্যেঠুমনি, তুমি কোন দিন ভুত দেখেছো? মিমি প্রশ্ন করে। মৌ আর মিমি দুই বোন। দুজনেই শহরের নামী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। কিন্তু এই নতুন উৎপাত, করোনার জন্য সমস্ত স্কুল বন্ধ। তার উপরে আবার লকডাউন। সবাই সব সময় বাড়িতে। মৌ আর মিমির আনন্দ সবচেয়ে বেশি। তবে তাদেরই ভাই জিতের