ভৌতিক আড্ডা (Meeting with a Ghost)

  • 25.8k
  • 7.1k

এমন সময়ে সৌরভ স্যারের ফোন! এখন রাত সাড়ে বারোটা বাজে, কোন দুঃসংবাদ নয় তো! যদিও আমার কাছে এটা গভীর রাত নয়। আমার মত অনেক সাংবাদিকই আছে, যারা রাতটাকে বেশি পছন্দ করে। কিন্তু অফিস থেকে বেরোবার সময়ও তো সৌরভ স্যারের সাথে দেখা হল, কিছু বলল না তো! হ্যালো, স্যার! এত রাতে হয়তো তোমায় ডিস্টার্ব করলাম। না, না, ঠিক আছে স্যার, কোন অসুবিধা নেই। অযথা আমায় নিয়ে বিচলিত হবেন না। হ্যাঁ, যে জন্য এত রাতে তোমায় ফোন করা, হ্যাঁ, স্যার বলুন। শুনেছ নিশ্চয়ই, রেড মির্চি আগামী সোমবার থেকে ভৌতিক সিরিজ নিয়ে আসছে। এখনও যদি