কায়া হীন ছায়া

  • 27.8k
  • 8.3k

হঠাৎ করেই দিদি সেদিন বলল, লকডাউনে তো বসেই আছিস। জামাইবাবুর পুকুরগুলোকে একটু দেখতে পারিস তো! আমি তখন আর কিছু না বলে, সন্ধ্যার সময় জামাইবাবুর কাছে যাই। সেখানে তখন এতাই, হাবুল, নাসির, রাজু বসে কি সব আলোচনা করছে। আমি ঢুকতেই, আমায় বসতে বলে। রাজুই আমাকে প্রথম কাজের কথা জিজ্ঞাসা করে। এরা সবাই পুকুর নিয়ে আলোচনা করলেও জামাইবাবু কিন্তু একপাশে বসে ফোনে কিসব পড়ছে। রাজুর কথায় আমিও পুকুরে কাজ করতে সম্মত হই। তখনই জানতে পারি, কালকের কাজ গহলা পুকুরে হবে এবং আজ রাত বারোটার দিকে বেড়িয়ে পড়তে হবে। কিন্তু গহলা পুকুরের পাশেই শ্মশান। সেখানে রাত বারোটার সময় কি হবে? ওদের আলোচনা