টিনের বাড়ি

  • 28.3k
  • 5
  • 8.3k

বাস্তবে ঘটে যাওয়া অনেক ঘটনাই থাকে, যেখানে বিজ্ঞান তার যুক্তি হারিয়ে ফেলে। আর মজার কথা হলো, যুক্তি দিতে না পারলেও, বিজ্ঞানকে দোষী করা যায় না। বরং সেখানে যুক্তি না দেখিয়ে মেনে নিতে হয়। টিনের বাড়ি গল্পটিতে দুটি কিশোরের একটি সন্ধ্যার অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে। আশা করি, গল্পটি ভালো লাগবে।