বনমুরগী

  • 69.2k
  • 2
  • 20.3k

চলমান এই পৃথিবীতে প্রতিনিয়ত যে সব ঘটনার সম্মুখীন হতে হয়, তাতে এমন অনেক ঘটনাই থাকে, যা আগের মুহূর্তেও কল্পনার বাইরে ছিল। সেই সব ঘটনা গুলিই মনের মধ্যে দাগ রেখে যায়। কখনও কখনও যা মনের মধ্যে ভয় ধরায়, আবার কখনও তা করুণাময়ের আশির্বাদ হয়ে নেমে আসে। এই গল্পটিকে দেখতে পারেন i ) একটি মোটিভেশনাল স্টোরি হিসাবে। ii ) একটি ফিকশন স্টোরি হিসাবে। iii ) একটি ভুতের গল্প হিসাবে। iv ) একটি ছোটগল্প হিসাবে। আশা করি গল্পটি ভালো লাগবে।